আপডেট: ২০২০-০৫-১৮
ছবিঃ এক্সপ্রেস২৪।
মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া দরিদ্রদের মধ্যে মানবিকতার দায়িত্ববোধ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হোন্ডা হর্নেট বাইকার্স গ্রুপ।
সোমবার (১৮ মে) এই গ্রুপটি চট্টগ্রাম বন্দর নগরের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করেন ।
হোন্ডা হর্নেট বাইকার্স গ্রুপটির এডমিন এস হোসেন তানিম এক্সপ্রেস২৪.নিউজকে বলেন, ২০১৮ সালে অল্প সংখ্য বাইকার্স তরুণদের নিয়ে বন্দর নগরে এই গ্রুপটি গড়ে উঠেছে। বর্তমানে এই গ্রুপটিতে চট্টগ্রামসহ সারা বাংলাদেশে প্রায় ৩ হাজার তরুণ বাইকার্স্ সদস্য রয়েছেন। পিছিয়ে পড়া, দরিদ্র ও অবহেলিত মানুষের সেবায় তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন বন্দর নগরে। অরাজনৈতিক সংগঠন হিসেবে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
হোন্ডা হর্নেট বাইকার্স গ্রুপটির অরেক এডমিন মোহাম্মেদ নয়ন আহমেদ এক্সপ্রেস২৪.নিউজকে বলেন, চট্টগ্রামে বসবাসরত তরুণ বাইকার্সদের নিয়ে এই গ্রুপটি তৈরী করা হয়েছে। গ্রুপটিতে রয়েছেন তরুন শিক্ষিত ব্যক্তিবর্গ এবং গ্রুপটি সম্পূর্ণ অরাজনৈতিক।আগামীতে আমরা বিভিন অরাজনৈতিক সামাজিক কার্যক্রম পরিচালনা করবো।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সামশুদ্দিন নিনিত, শাহ্ কর্পোরেশন, হালিশহর, চট্টগ্রাম । ইমরান মোহাম্মদ, এন.এম হোন্ডা , আগ্রাবাদ, চট্টগ্রাম।
উল্লেখ্য, এডমিন হিসাবে উপস্থিত ছিলেন- শরীফ চৌধুরী ও ওয়াসিম খান। এছাড়াও সদস্য হিসাবে তানভীর আহমেদ তানজ, মোহাম্মদ ইমরান, সামির ইসলাম, তারেক আজিজ, এস.শোহার্দ শাওন, নেজামূল হক জুয়েল, এস.হোসেন তানভীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
© Copyright xpress24.news
Developed By Muktodhara Technology Limited.
শিরোনাম