আপডেট: ২০২০-০৬-১৪
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির গতকাল শনিবারের সভায় এসব এলাকাকে চিহ্নিত করা হয়। সভার একটি কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাস মোকাবেলায় প্রথমবারের মত চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডকে লকডাউন করা হচ্ছে। এছাড়া আরও ৯ ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী ১৬ জুন রাত ১২ টা থেকে পরীক্ষামূলকভাবে উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্য ৯ ওয়ার্ডও করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মোট ১০ টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। এরমধ্যে ৩৯ নম্বর ওয়ার্ডকে দুইভাগে ভাগ করা হয়েছে। সেই হিসাবে ১১ টি ওয়ার্ডে ভাগ করা হয়।
চট্টগ্রাম সিটির অন্য ১০ এলাকাকে রেড জোনের মধ্যে রাখা হয়েছে। সেগুলো হলো, চট্টগ্রাম বন্দরে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, পাহাড়তলির ১০ নম্বর ওয়ার্ড, কোতোয়ালির ১৬, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড, হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড।
© Copyright xpress24.news
Developed By Muktodhara Technology Limited.
শিরোনাম