আপডেট: ২০২০-০৮-২১
গানটির শিরোনাম 'না পাওয়া প্রেম ছিল তোমার আমার' এই গানে সুর ও কন্ঠ দিয়েছেন টুটুল সামির, লিখেছেন রাজ্জাক আলী।
গানটি মিক্সড মাস্টার করেছেন মুবিন তুষার। ভিডিও ডিরেকশন , সিনেমাটোগ্রাফী করেছেন সিএম মামুন।
গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন লিখন ও রাইসা চৌধুরী।
প্রযোজক মারুফ রায়হান সোহাগ জানান, ভালোবাসা পেয়েও না পাওয়ার যে একটা বেদনা তার বিশেষ প্রতিচ্ছবি গানটির ভিডিও ও কথার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ডিরেক্টর রাজ্জাক আলী।খুব শীঘ্রই গানটি HD Rock Entertainment এর ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ করা হবে। এই গানটির পূর্বে আমি তার সাথে আরও তিনটি কাজ করেছি।প্রথম ভিডিওটি ভালো আলোড় সৃষ্টি করলেও পরের দুইটি তেমন জনপ্রিয়তা না পেলেও দর্শকের ভালোবাসার কমতি ছিল না। তবে আমি আশা করি এই গানটির কথা ও সুর মন ছূয়ে যাবে। ভিডিওটি ও আপনাদের ভালো লাগবে। পরিশেষে আমি শুধু দর্শকদের ভালোবাসা কামনা করছি।
© Copyright xpress24.news
Developed By Muktodhara Technology Limited.
শিরোনাম